ঢাকা-১৭ উপ-নির্বাচন: প্রথম ৪ ঘণ্টায় ভোটার উপস্থিতি ৬ শতাংশের কম
ঢাকা-১৭ উপ-নির্বাচনের প্রথম চার ঘণ্টায় কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ৬ শতাংশেরও কম দেখা গেছে। আজ (১৭ জুলাই) সকাল ৮টায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট শুরু হওয়ার পর থেকে প্রথম তিন ঘণ্টায় ১৩ নম্বর কেন্দ্রে মোট ১২৩টি ভোট পড়েছে, যেখানে ভোটার সংখ্যা ৩০২১ জন। অর্থাৎ ৪.০৭% ভোটার ভোট দিয়েছেন এ সময়ে।
১৫ নম্বর কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় ভোটার উপস্থিতি ৫.৮৫%। ২০৮৫ জন ভোটারের মধ্যে ১২২ জন ভোট দিয়েছেন।
ভোট শুরু হওয়ার পর থেকে প্রথম ঘণ্টায় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধীনে চারটি কেন্দ্রে মাত্র ১০৫টি ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন।
প্রিজাইডিং অফিসার সিকান্দার আজম বলেন, "এটি নারীদের কেন্দ্র। তাদের সংসারের কাজ করতে হয় বিধায় ভোটার উপস্থিতি কম। আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।"
"পরিবেশ ভালো। কোনো ভিড় নেই, কোনো লাইন নেই। আমি খুব অল্প সময়ের মধ্যে আমার ভোট দিয়েছি। এটি আমার প্রথম ভোট। আমি বেশ উচ্ছ্বসিত," বলেন স্বর্ণা আক্তার নামের একজন ভোটার।
তাসনুভা সিনিন নামক আরেকজন বলেন, "সার্বিক পরিবেশ ভালো কিন্তু ভেতরে অনেক বিধিনিষেধ দেওয়া হয়েছে। মোবাইল ফোনের অনুমতি নেই। তবে ভোট দিতে কোনো সমস্যা হয়নি।"
সকাল ১১টার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
তিনি বলেন, "আমি প্রার্থী হলাম কি না তা গুরুত্বপূর্ণ, তবে নৌকা প্রতীকে ভোট দেওয়া আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"
এদিকে, উপনির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
সকাল সাড়ে ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, "সুষ্ঠু ভোট হলে আমি জিতব। জনগণ আমাকে চায়। আমি মানুষের সঙ্গে কাজ করতে চাই।"
ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে অভিযোগ করে হিরো আলম বলেন, "নির্বাচনের জন্য ৬০০ এজেন্ট নিয়োগ দিয়েছি। কিন্তু ১২টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। সকাল থেকে নির্বাচন কমিশনে ফোন করছি। কিন্তু কোনো সাহায্য পাইনি।"
এদিকে অনিয়মের অভিযোগ এনে আজ সকালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া।
নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে।
ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকার কিছু অংশে উপনির্বাচনের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাসহ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্বাচনী এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার এবং ইজিবাইকের মতো যানবাহনগুলো সোমবার (১৭ জুলাই) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে।
১৬ জুলাই রাত ১২টা থেকে ১৮ জুলাই রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় মোটরবাইক চলাচল সীমিত করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (অভিনেতা ফারুক) মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মোহাম্মদ আলী আরাফাত (বাংলাদেশ আওয়ামী লীগ), সিকদার আনিসুর রহমান (জাতীয় পার্টি), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম), কাজী রশিদুল হাসান (জাকের পার্টি), আক্তার হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া, রেজাউল করিম স্বপন (বাংলাদেশ কংগ্রেস) ও শেখ হাবিবুর রহমান (তৃণমূল বিএনপি)।
ঢাকা-১৭ আসনে ১২৫টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।
সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে ঢাকা ১৭ আসনের উপনির্বাচন
নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুম থেকে আজ (১৭ জুলাই) চলমান ঢাকা-১৭ আসনের নির্বাচন মনিটরিং করা হচ্ছে।
৮৫৩টি ক্যামেরার মাধ্যমে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।
ঢাকা ১৭ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি।
প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।