টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ, মিরপুরে যান চলাচল স্থগিত
মাল্টিপারপাস কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে অর্থ ফেরতের দাবিতে শত শত গ্রাহক মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানীর মিরপুর ১০-১১ সড়কের দিকে জড়ো হয়েছে। ফলে সেখানে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, কর্ণফুলি মাল্টিপারপাস কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান শত শত মানুষকে পঞ্জি স্কিমে বিনিয়োগের প্রলোভন দেয়। এরপর যখন গ্রাহকদের পক্ষ থেকে প্রতিশ্রুত মুনাফার দাবি জানানো হয়, তখন হঠাৎ কোম্পানিটি উধাও হয়ে যায়।
ডিএমপির পল্লবী জোনের সহকারী কমিশনার শহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সকাল ১০টা থেকে মিরপুর-১১ এর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় শত শত মানুষ জড়ো হতে শুরু করে।
"পুলিশ এখন ঘটনাস্থলে অবস্থান নিয়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে", বলেন তিনি।