চট্টগ্রামে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, পরিস্থিতি বুঝে সিদ্ধান্তের ঘোষণা নেতাদের
চট্টগ্রাম মহানগরে সমাবেশ করতে জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর প্রতিক্রিয়ায় দলটির নেতারা বলছেন, জামায়াত তাদের নাগরিক অধিকার আদায়ে বারবার সমাবেশের অনুমতি চাইবে। পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে দলটি।
বুধবার (১৯ জুলাই) দুপুরে ফেসবুক লাইভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান। এসময় চট্টগ্রাম নগর জামায়াতের বেশ কয়েকজন নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শাহাজাহান বলেন, বিগত ১০ জুন জামায়াতে ইসলামী রাজধানীতে সমাবেশ করেছে। তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক লালদিঘী ময়দানে একটি সমাবেশের অনুমতি চেয়ে সিএমপি বরাবরে প্রতিনিধি দল প্রেরণ করা হয়। ১৭ জুলাই দলটি অনুমতির বিষয়ে জানতে সিএমপি প্রধানের কার্যালয়ে যান। কোনো কারণ না দেখিয়ে সিএমপি কমিশনার কার্যালয় আমাদের সমাবেশের অনুমতি দিতে অস্বীকার করে।
তিনি বলেন, 'আমরা আবারও অনুমতি চাইবো, প্রয়োজনে বারবার চাইবো। অনুমতি না পেলে আমরা সমাবেশ করবো কিনা সেটা পরিবেশ পরিস্থিতি বলে দেবে।'
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, জামায়াত সমাবেশের ঘোষনা দেওয়ার পরপরই দলটির নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তাদের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গত ১৫ জুলাই সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল সিএমপি কমিশনার বরাবর আবেদন করে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধসহ দশ দফা দাবিতে আগামী ২২ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালদীঘি ময়দানে এ সমাবেশের আয়োজন করতে চায় দলটি। এর মধ্য দিয়ে চট্টগ্রামে দীর্ঘদিন পর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করার চেষ্টায় ছিল জামায়াত।
এর আগে দীর্ঘ ১০ বছর পর পুলিশের অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে দলটি। এরপর সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও রংপুরে সমাবেশের পরিকল্পনা নেয় জামায়ত।