হিরো আলমকে হত্যার হুমকি দেওয়ার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ
আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে হত্যা ও 'লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলা'র হুমকি দেওয়ার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির হাতিরঝিল থানার একটি দল মঙ্গলবার (২৫ জুলাই) সিলেটের গোপালগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আবু আহমেদ নামক ওই ব্যক্তিকে আটক করে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা-১৭ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হিরো আলম সোমবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সম্প্রতি এক ব্যক্তি তাকে হত্যার হুমকি দিয়েছে।
জিডিতে বলা হয়, হিরো আলম একটি অপরিচিত নম্বর থেকে তিনবার ফোন পান। ওসব ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সোমবার রাত ৯টা ৪৩ মিনিটে তাকে প্রথমবার ফোন করা হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি 'তাকে (হিরো আলম) শিক্ষা দেবেন এবং সাতদিনের মধ্যে তার লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবেন' বলে হুমকি দেন।
গত ১৭ জুলাই ঢাকার বনানীতে ঢাকা-১৭ উপ-নির্বাচনে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হন হিরো আলম।
হামলার পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন।
হিরো আলমকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।