শুক্রবারের সমাবেশের আগে আমিনবাজারে তল্লাশি জোরদার করেছে পুলিশ
রাজধানীতে বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শুক্রবারের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ ঢাকা–আরিচা মহাসড়কের আমিনবাজারে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টা থেকে এই তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এর ফলে ঢাকামুখী লেনে যান চলাচল মন্থর হয়ে পড়ে।
এর আগে আজ সকাল থেকে সাভারের আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে জেলা পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পরে রাত থেকে ঢাকা–আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ মাইক্রোবাসসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে তল্লাশি শুরু করে।
এ সময় পুলিশ সদস্যদেরকে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগে অনুসন্ধানের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।
তবে চেকপোস্টে উপস্থিত থাকা সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এ তল্লাশি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফী বলেন, ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যেন কোনো নৈরাজ্য চালাতে না পারে, সেজন্য তল্লাশিকাজে জোর দেওয়া হচ্ছে।