চট্টগ্রামে বাসার সামনে জমে থাকা পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
বাসার সামনে জমে থাকা পানিতে ডুবে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর এক নম্বর ওয়ার্ডে ফতেহপুরের নন্দীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে টিবিএসকে বলেন, 'জানতে পেরেছি নিপার মৃগী রোগ ছিল। এই ঘটনায় হাটহাজারী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠিয়েছি।'
নিপার ফুফাতো ভাই জয় ঘোষ বলেন, নিপার ফাইনাল পরীক্ষা চলছিল। নাজিরহাট কলেজে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য তিনি সকালে বাসা থেকে বের হন।
নিপার বাসার সামনে রাস্তায় হাঁটু সমান পানি জমে আছে। বাসা থেকে একটু সামনে যাওয়ার পর তিনি ডুবে মারা যান। সকাল সাড়ে আটটার দিকে তার লাশ ভেসে ওঠে।