চট্টগ্রামে এবার বন্যার পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বন্যার পানিতে ডুবে জুনায়েদুল ইসলাম জারিফ নামের (২১) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
নিহত জারিফ চট্টগ্রামের বিসিজি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল রাত দুইটার দিকে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার পথে পানিতে তলিয়ে যান তিনি জারিফ। ১৩ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এর আগে সোমবার বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ হন ওই এলাকায় কৃষক আসহাব মিয়া (৬০)। সোমবার বিকেলে স্থানীয় পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে ছেলেকে নিয়ে বাড়ি যাওয়ার পথে বাবা ও ছেলে দুজনই বন্যার পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলের অদূরে ছেলেকে পাওয়া গেলেও এখনও নিখোঁজ আসহাব মিয়া।
অপরদিকে একইদিন চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।