কারিগরি ত্রুটিতে ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু
কারিগরি ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ঢাকা মেট্রোরেল পরিষেবা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
ঢাকা মেট্রো রেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওএসসিএস) কারিগরি ত্রুটির কারণে সকালে পরিষেবাটি বন্ধ হয়ে গিয়েছিল বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, "আমরা বর্তমানে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে একটি সমস্যার সম্মুখীন হয়েছি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে কোনো কিছু পড়েছে, এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।"
তবে মেট্রোরেল পরিষেবা পুনরায় কখন চালু হবে তা ওই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি। জানিয়েছিলেন, বিষয়টি সমস্যার জটিলতার ওপর নির্ভর করছে। এর ঘণ্টা দুই পরেই পুনরায় চালু হয় রেল চলাচল।
ডিএমটিসিএল পরিচালক বলেন, "প্রকৌশলী এবং কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ট্রেন চলাচলে ব্যাঘাতের সঠিক কারণ চিহ্নিত করতে নিষ্ঠার সাথে কাজ করছেন।"
এর আগে, মেট্রোরেলের খুঁটিতে ঘুড়ি আটকে যাওয়ার ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি প্রায় ৪০ মিনিটের জন্য আংশিকভাবে বন্ধ থাকে ঢাকা মেট্রোরেল পরিষেবা।
এ ঘটনার পর ডিএমটিসিএল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল লাইনের দুই পাশে এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস বা গ্যাস বেলুন ওড়ানো থেকে বিরত থাকতে এসব এলাকার বাসিন্দা ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানায়।
বুধবার হঠাৎ করেই মেট্রোরেল পরিষেবা বন্ধ হয়ে গেলে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। টিকিট কাটার জন্য অনেকেই কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকলেও এ সময় টিকিট বিক্রি বন্ধ ছিল।
উল্লেখ্য, কারিগরি ত্রুটির কারণে গত দুইদিন ধরে নির্ধারিত সময়ের (সকাল ৮টা) চেয়ে প্রায় ৪০ মিনিট দেরিতে ছাড়ে মেট্রোরেল।