দামে ‘রেকর্ড’, একটি ডিম এখন ১৫ টাকা
৪-৫ দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ডিমের দাম। রাজধানীর গলির মুদি দোকানগুলোয় এখন একটি ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে ১৫ টাকায়। আর এক হালি ডিম রাখা হচ্ছে ৫৮ টাকা।
কল্যানপুর বাস স্যান্ড এর কাছের বিক্রেতা ফিরোজ আলম বলেন, পাইকারিতে ডিমের দাম বেড়েছে। আমরা এখন ডিমের হালি ৫৮ টাকা বিক্রি করছি। একটি নিলে ১৫ টাকা। তিনি বলেন, ডিমের দাম এত বেশি কখনও দেখিনি। তিনি বলেন, ৫ দিন আগে ডিমের হালি বিক্রি করেছি ৫০ টাকা।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে ৫৫ টাকায় হালি ও এক ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকা।
বিক্রেতা ইয়াসিন বলেন, ৪ দিন আগে ১৪০ টাকায় প্রতি ডজন বিক্রি করেছিলাম। এক সপ্তাহ আগে ১৫০ টাকায় বিক্রি হয়েছে ডিমের ডজন। ঠিক তার আগের সপ্তাহে ছিল ১৪০-১৪৫ টাকা।
এ পরিস্থিতিতে কেবল নিম্নবিত্তই নয়, মধ্যবিত্তও দিশেহারা হয়ে পড়েছে। সামর্থ্য না থাকায় খেটে খাওয়া সাধারণ মানুষ এখন মাছ-মাংস কিনতে পারছেন না। বস্তুত যারা পুষ্টির জন্য ডিমের ওপর নির্ভরশীল, তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
এমন পরিস্থিতিতে রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার মধ্যরাতে ডিমের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যে সামঞ্জস্য না থাকায় এবং ক্যাশ মেমো দেখাতে না পারায় এক ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুল জব্বার জানান, ডিম কেনা এবং বিক্রির মধ্যে বড় ধরনের ফারাক দেখতে পেয়েছেন তারা। ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে এ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। বাজারে কোনো কারসাজি রয়েছে কিনা, তা দেখার জন্য মাঠে নেমেছে তারা।
ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার থেকে সারা দেশে অভিযান চালানোর কথা জানান এ কর্মকর্তা।