চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব
বন্য ও জলাবদ্ধতার প্রভাবে চট্টগ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, "দুর্গত এলাকায় বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ডায়রিয়া রোগী। সামনে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।"
গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩২৯ জন। গত পাঁচদিন ধরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
৪ আগস্ট, জেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল ৪৫ জন। শনিবার (১২ আগসট) তা বেড়ে সর্বোচ্চ ৮২ জনে দাঁড়ায়।
এরমধ্যে বোয়ালখালীতে সর্বোচ্চ ৫৬ জন, পটিয়ায় ৪১ জন এবং চন্দনাইশ উপজেলায় ৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।