চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণবার, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
রোববার (২৭ আগস্ট) সকালে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইট যোগে দুবাই থেকে আসা বিমানযাত্রী মোহাম্মদ রেজাউল করিমের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই'র ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, কক্সবাজার জেলার মহেশখালীর রেজাউল করিম পকেটে, তার ব্যাগেজের ফ্রাই প্যান এর হাতলে ও পারফিউম এর মুখে সুকৌশলে লুকিয়ে স্বর্ণ বহন করছিলেন। তাকে তল্লাশি করে একটি স্বর্ণের বার, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি রিং সদৃশ স্বর্ণ, দুইটি স্বর্ণের দণ্ডসহ সর্বমোট ৫৩৯.৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এছাড়া দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং দুই কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া স্বর্ণ এবং অন্যান্য সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিগারেট এনএসআই কর্তৃক শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
এনএসআই কর্মকর্তা আরেও বলেন, "চোরাচালানে জড়িত থাকায় ওই যাত্রীর নিকট হতে আটককৃত সকল স্বর্ণ সহ মালামাল আইনানুযায়ী জব্দ করা হবে। তিনি 'ব্যাগেজ পার্টির' পণ্য পরিবহন করছিলেন। তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারী মামলা দায়ের করা হবে।"