সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ আজ, চলছে নেতাকর্মীদের স্লোগান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আজ (১ সেপ্টেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)।
ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৩টায় আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
কালী মন্দির, বাংলা একাডেমি ও টিএসসির পাশের তিনটি গেট দিয়ে মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
অনেক নেতাকর্মী এখনও অনুষ্ঠানস্থলে প্রবেশ না করলেও কাছাকাছি অবস্থান করছেন। মিছিলে ভরে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। চারদিক থেকে স্লোগান দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানস্থলে ঢুকতে দেওয়ার আগে সবাইকে তল্লাশি করা হচ্ছে।
ছাত্রলীগের প্রত্যাশা, এটি একটি ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে। এ সমাবেশে সারাদেশের ছাত্রনেতারা অংশগ্রহণ করে দেশ ও জনগণের বহিঃশত্রু, যুদ্ধাপরাধী, জঙ্গি ও সন্ত্রাসীদের পাশাপাশি বিএনপি-জামায়াতকে আল্টিমেটাম দেবে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সমাবেশে সভাপতিত্ব করবেন বলে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, "আমাদের রাজনীতি আদর্শ ও সংবিধানের বিধি-বিধানের ভিত্তিতে। আমরা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করি না।"
"ছাত্র এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তাদের অসমর্থন প্রকাশ করবে এ সমাবেশে," বলেন সাদ্দাম।