ড. ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহে হাটহাজারীর গ্রামের বাড়িতে পুলিশ
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহে– তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গিয়েছে পুলিশ। ৩ সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি নজুমিয়া হাটে যান, হাটহাজারী থানাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম।
এসময় পুলিশ ড. ইউনূসের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁর কয়জন সন্তান, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন – এসব বিষয়ে পুলিশ তথ্য নিয়েছে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ড. ইউনূস সম্পর্কে তথ্য চাওয়ায় আলী আজম ড. ইউনূসের গ্রামের বাড়ি গিয়েছিলেন।
ফাঁড়ির এএসআই আলী আজমের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মহিউদ্দিন টিবিএসকে বলেন, 'কিছু তথ্য নিতে সম্প্রতি আমাদের ফাঁড়ির একজন এএসআই আলী আজম ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এটি স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ।'
নজুমিয়া হাট এলাকার বাসিন্দারা জানান, পুলিশ স্থানীয় লোকজনের কাছে ড. ইউনূস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। ড. ইউনূস ঢাকায় কোথায় থাকেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন- এসবও জানতে চায়।
এ এলাকার ব্যবসায়ী মঞ্জুর আলী জানান, পুলিশ তাকেসহ অন্যান্য স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। ড. ইউনূসের এক ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে পুলিশ বিস্তারিত তথ্যও জানতে চায়।
হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) নুরুল আলম টিবিএসকে বলেন, 'ড. ইউনূসের বিষয়ে কি ধরনের তথ্য নেওয়া হয়েছে- সে বিষয়ে আমরা জানি না।'