বাঘের বিনিময়ে জলহস্তি পেল চট্টগ্রাম চিড়িয়াখানা
চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে তার বিনিময়ে ঢাকা থেকে একটি জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে। প্রাণিটির বয়স ১২ বছর।
দ্বিতীয় ধাপে সপ্তাহখানেক পর আরও একটি জলহস্তী এ চিড়িয়াখানায় আসার কথা রয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ টিবিএসকে বলেন, "চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রোমিও-জুলিয়েট নামে এক জোড়া বাঘ ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এর বিনিময়ে বৃহস্পতিবার সকাল ৮টায় এক জোড়া জলহস্তী থেকে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে।
প্রাণী বিনিময়ের আওতায় এ জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, জলহস্তীর ওজন প্রায় ১৩০০ কেজি। এ প্রাণী প্রতিদিন ১৫০ কেজি খাদ্য গ্রহণ করে। তাদের প্রধান খাবার সবজি। এছাড়া দানাদার খাবার দেওয়া হয় জলহস্তীকে। এ প্রাণী ২৫ থেকে ৩০ বছর বাঁচে।
এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার জন্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব অনুমতি দেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, আগে যেখানে কুমির রাখা হতো, সেখানে নতুন করে তৈরি হয়েছে জলহস্তীর আবাসস্থল। আর কুমিরের খাঁচা তৈরি করা হয়েছে পাহাড়ের পশ্চিম পাশে লেকের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে।
বর্তমানে এ চিড়িয়াখানার জমির পরিমাণ ১০ দশমিক ২ একর।