মু ডেং-এর পর অনলাইনের নতুন তারকা হতে চলেছে এডিনবরার 'হ্যাগিস'!
কয়েক মাস আগে জন্ম নেয়া পিগমি হিপ্পো মু ডেং, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় তারকা। তার আঙুর খাওয়া থেকে শুরু করে, মেঝেতে গড়াগড়ি কিংবা থাইল্যান্ডের তীব্র রোদে পানিতে ডুব দেওয়া, তার সব দৈনন্দিন কাজ দেখার জন্য মানুষ বসে থাকে।
এবার মু ডেং-এর জনপ্রিয়তায় ভাগ বসাতে চলেছে আরেকটি নতুন হিপ্পো। এডিনবরার চিড়িয়াখানায় গত ৩০ অক্টোবর জন্ম নিয়েছে ছোট্ট জলহস্তী শাবক 'হ্যাগিস'।
৪ নভেম্বর এক্সে একটি পোস্টে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, "মূ ডেং? কে ডেং? পরিচয় করিয়ে দিচ্ছি হ্যাগিসকে! অটো এবং গ্লোরিয়া একটি মিষ্টি পিগমি জলহস্তী শাবকের মা-বাবা হয়েছেন! সে ভালো আছে, তবে মায়ের সাথে তার প্রথম ৩০ দিন বেশ গুরুত্বপূর্ণ, তাই আমরা খুব কাছ থেকে তাকে দেখভাল করছি।"
এডিনবরা চিড়িয়াখানার হুফস্টক দলের প্রধান জনি অ্যাপলিয়ার্ড বলেছেন, "হ্যাগিস ভালো আছে, এবং তার ব্যক্তিত্ব এখনই প্রকাশ পেতে শুরু করেছে।"
তিনি আরও জানান, "প্রথম ৩০ দিন হিপ্পোর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা তাদের ঘর এখন বন্ধ রাখছি, যাতে আমরা মা ও শাবককে ভালোভাবে দেখাশোনা করতে পারি।"
থাইল্যান্ডের মূ ডেং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হলেও, পিগমি হিপ্পো খুবই বিরল। এই প্রাণী পশ্চিম আফ্রিকার বন ও জলাভূমিতে বাস করে। বাসস্থানের অভাবে বর্তমানে মাত্র আড়াই হাজার পিগমি হিপ্পো টিকে আছে বলে অনুমান করা হচ্ছে।
হ্যাগিসের আগমনে উদ্যাপন করতে, এডিনবরা চিড়িয়াখানা দর্শকদের তার সাথে দেখা করার সুযোগ দিচ্ছে, এবং এর থেকে প্রাপ্ত অর্থ প্রাণীদের দেখভালে খরচ করা হবে বলে জানিয়েছে।
এডিনবরা চিড়িয়াখানা এক্স-এ পরে জানায়, "দুঃখিত, আমরা হ্যাগিস ও মূ ডেং-এর মধ্যে প্রতিযোগিতা করিয়ে ভুল করেছি। এ পৃথিবীতে দুইটি সুন্দর পিগমি হিপ্পোর জন্য জায়গা রয়েছে, এবং আমাদের তাদের সবাইকে নিয়ে উদ্যাপন করা উচিত।"
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন