রূপপুর কেন্দ্রের পারমাণবিক জ্বালানির প্রথম চালান ঢাকায় পৌঁছেছে
দেশে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের প্রথম চালান।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে ইউরেনিয়ামের এই চালান আসে বলে নিশ্চিত করেছেন রূপপুর প্রকল্পের পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ড. শৌকত আকবর।
রোসাটমের জ্বালানি প্রস্তুতকারী কোম্পানি টেভেলের একটি প্রতিষ্ঠান নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্ট (এনসিসিপি) রূপপুরের এই জ্বালানি উৎপাদন করছে।
রাশিয়ার ওই কারখানা থেকে বিশেষ বিমানে জ্বালানি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আনা হয়। এরপর তা সড়কপথে পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প সাইটে নেওয়া হবে।
ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
আগামী ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এ জ্বালানি হস্তান্তর করবেন।
রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন ২০১৫ সালের ২৫ ডিসেম্বর এ প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে।
২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিট মিলিয়ে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩ হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে।
এদিকে পারমাণবিক জ্বালানি পরিবহনজনিত দূর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ ৪ হাজার ৩৪৬ কোটি টাকার আর্থিক গ্যারান্টি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।