বিদেশি মিশন, কর্মকর্তাদের নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, আশা যুক্তরাষ্ট্রের
মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশ সরকার তাদের সহ দেশের সকল বিদেশি মিশন আর কর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার একথা বলেন।
তিনি বলেন, "কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে, প্রতিটি আয়োজক দেশেরই কূটনৈতিক মিশনগুলোর সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে এবং দূতাবাস কর্মীদের উপর যেকোন ধরনের আক্রমণ প্রতিরোধে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।"
গণমাধ্যমের ওপর আরো বেশি ভিসানীতি দেওয়া হবে কিনা জানতে চাইলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গণমাধ্যমের উল্লেখ না করে বলেন, "আমি এ সংক্রান্ত নির্দিষ্ট বিবরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না।"
মিলার বলেন, "আমরা আইন প্রয়োগকারী সদস্য, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছি; যাদের ক্ষেত্রে আমরা মনে করি যে ব্যক্তিটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পণ্ড করার জন্য দায়ী বা জড়িত।"
মুখপাত্র বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশি যেকোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসানীতি প্রয়োগ করা হতে পারে।
"আমরা ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করার অপশনটি বজায় রাখি, যদি মনে করি আসলেই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন," যোগ করেন তিনি।