চট্টগ্রামে আ.লীগ–বিএনপি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২০
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এক কিশোর নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিকেল সাড়ে ৪টার দিকে শহরের আজমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।
'ওসমানপুর এলাকার নূর জামানের ছেলে রুমনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়,' ওসি বলেন। সংঘর্ষে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
নিহত জাহেদ হোসেন রুমনকে (১৬) ছাত্রলীগকর্মী বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে রোডমার্চ উপলক্ষ্যে মিরসরাইয়ে একটি পথসভা আয়োজনের কথা রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার বিকেলে ওসমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রস্তুতিসভা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুল ইসলাম স্বপন বলেন, সভাশেষে বাড়ি ফেরার পথে আজমপুর বাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
'হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন,' বলেন স্বপন।
তবে ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম বলেন, 'বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা প্রথমে আমাদের ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় রুমন নামক এক ছাত্রলীগ কর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।'