উখিয়ায় রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
কক্সবাজারের উখিয়ায় একটি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে এবার ভেসে উঠল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন 'ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু' লেখা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী বাজারের রেস্তোরাঁ সাইফের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন। রেস্তোরাঁ মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে আসা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় কারা জড়িত তা বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেল মালিককে জিজ্ঞেসবাদ করা হচ্ছে।'
ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।