১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৭৯ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে; যা আগে ছিল ১ হাজার ২৮৪ টাকা।
প্রতি কেজি এলপিজির দাম ৬ টাকা ৫৮ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে; যার দাম সেপ্টেম্বরে ছিল ১০৭ টাকা।
সোমবার (২ অক্টোবর) কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি'র চেয়ারম্যান মো. নূরুল আমিন।
নূরুল আমিন আরও বলেন, অন্যান্য আকারের (৫.৫ কেজি থেকে ৪৫ কেজি) এলপিজি সিলিন্ডারের দাম যুক্তিসঙ্গতভাবে বাড়বে।
বিইআরসি'র সিদ্ধান্ত অনুসারে, 'অটো গ্যাস' (মোটর গাড়িতে ব্যবহৃত এলপিজি) এর দামও প্রতি লিটারে ৫৮ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ৫৪ পয়সা (ভ্যাট সহ) করা হয়েছে। অর্থাৎ, লিটার প্রতি বাড়ানো হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা।
রেটিকুলেটেড এলপিজির দামও বেড়েছে প্রতি কেজিতে ১০৯ টাকা ৭৯ পয়সা; যা সেপ্টেম্বরে ছিল ১০৩ টাকা ১৮ পয়সা।
এর আগে, সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয় ১৪৪ টাকা।
আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৪০ টাকা। জুন মাসের চেয়ে ১৪১ টাকা বেশি দামে আগস্টে এলপিজি বিক্রি হয়েছে।
তবে, রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানি দ্বারা বাজারজাতকৃত এলপিজির দাম একই থাকবে।
বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি চুক্তি মূল্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে।
এলপিজির কাঁচামাল প্রোপেন এবং বিউটেনের সৌদি চুক্তি মূল্য বিবেচনা করে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি।
গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ওঠে সর্বোচ্চ ১,৪৯৮ টাকায়।