পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম
দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পিতৃত্বকালীন ছুটি চালু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৪তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমান নিশ্চিত করেছেন, পিতৃত্বকালীন ছুটির বিধান ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
'যদি একজন শিক্ষক অক্টোবরে বাবা হন, তবে তিনি নতুন নিয়ম অনুসারে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির জন্য যোগ্য হবেন। এই ছুটি দুই সন্তান পর্যন্ত নেওয়া যেতে পারে', যোগ করেন তিনি।
পিতৃত্বকালীন ছুটি প্রাপ্তরা অন্যান্য সমস্ত শিক্ষাগত ছুটি ভোগ করতে পারবেন।
অধ্যাপক রিফাত বলেন, 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সার্বজনিন কবি রবীন্দ্রনাথের নাম বহন করে। এই প্রতিষ্ঠানের নীতিগুলি একটি সার্বজনীন দৃষ্টিভঙ্গির প্রতিফলন হওয়া উচিত। পিতৃত্বকালীন ছুটির প্রবর্তন এই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বব্যাপী বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়।