মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবে ৫ শিশুসহ নিখোঁজ ৬
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে পর্যটকবাহী ট্রলার ডুবে পাঁচ শিশুসহ ছয়জন নিখোঁজ হয়েছেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. আসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চর কিশোরগঞ্জ ফেরি টার্মিনালের কাছে একটি বাল্কহেডের ধাক্কায় ১১ পর্যটকসহ ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ যাত্রীরা হলেন মারওয়া (৮), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২), মাওয়া (৬), সাফা (৪) ও সাব্বির হোসেন (৪০)।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা অটোরিকশা চালক আমির জানান, বিপরীত দিক থেকে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি মুহূর্তের মধ্যে ডুবে যায়।
ফেরি টার্মিনালে থাকা দুটি ট্রলার দ্রুত ঘটনাস্থল থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, 'ফায়ার সার্ভিস বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। তবে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়। আগামীকাল সকালে অভিযান শুরু হবে।'
এর আগে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মনির উদ্দিন জানান, হটলাইন ৯৯৯-এ দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করা যায়নি বলেও জানান তিনি।