সম্মানের সাথে বিদায় নেন, করুণ পরিণতি ভোগ করবেন না: ২৮ তারিখ ঢাকায় মহাসমাবেশের ঘোষণাকালে ফখরুল
আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, সম্মানের সাথে বিদায় নেন, নাহলে গণআন্দোলনের মাধ্যমে করুণ পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, 'এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমাদের মহাযাত্রা শুরু হবে। এ সরকারের পতন না করে আমরা ঘরে ফিরে যাব না। এই কর্মসূচি বাস্তবায়নে অনেক বাধাবিপত্তি আসবে। কিন্তু, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ; এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা অশান্তি সৃষ্টিকারী সরকারের পতন ঘটাব।'
আজ বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে সরকারের প্রতি তিনি এই হুঁশিয়ারি দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
ফখরুল বলেন, বর্তমান সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৮ তারিখের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, 'যতই সময় যাচ্ছে, ততই তারা গ্রেপ্তার বাড়িয়ে নেতা-কর্মীদের হয়রানি করছে – আজকের সমাবেশকে কেন্দ্র করে গতকাল সারাদেশে ২৫০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সরকার অত্যন্ত ভয় পেয়েছে, তাদের পায়ের নিচে মাটি নেই।'
ফখরুল অভিযোগ করেন, ফেসবুকে সরকার প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে –কিন্তু তারা তা পারেনি, আজকের জনতার সমাবেশে তা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, 'এখনই বিদায় নেন, নাহলে সিদ্ধান্ত নেওয়া হবে রাজপথে।'
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।