মা হারিয়ে পথহারা হাতি শাবক বাঁশখালীর লোকালয়ে
চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং বনে কাদায় আটকে পড়া একটি হাতি শাবককে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার পর এটি আবার লোকালয়ে চলে এসেছে। বর্তমানে স্থানীয়দের সঙ্গে লোকালয়ে দিন কাটছে শাবকটির।
মাত্র ১৫–২০ দিন বয়সের শাবকটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে বলে জানিয়েছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
তিনি বলেন, বাঁশখালী পৌরসভার পাইরাং বনে তিনদিন আগে হাতি শাবকটি কাদায় আটকে পড়ার পর এটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে চলে যায় হাতির পাল।
'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শাবকটিকে কিছুটা দুর্বল ও অসুস্থ অবস্থায় পাই। প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে শাবকটিকে খাবার ও চিকিৎসা দেওয়ার পর বনে ছেড়ে দিয়ে আসি। তবে গতকাল এটি আবারও লোকালয়ে ফিরে আসে,' বলেন তিনি।
বাচ্চা হাতিটিকে দিনে ৮–১০ লিটার দুধ খাওয়াতে হচ্ছে বলে জানান তিনি। 'আরও কয়েকদিন আমরা বাচ্চাটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। হাতির পালটিকে খুঁজে না পেলে শাবকটিকে পরিচর্যার বিকল্প ব্যবস্থা নেব,' বলেন আনিসুজ্জামান।
চট্টগ্রাম জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য টিবিএসকে বলেন, 'কৃত্রিমভাবে হাতির শাবক পরিচর্যা করা বেশ কঠিন।' পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।