২৮ অক্টোবর মহাসমাবেশ: বিকল্প খুঁজতে বলেছে ডিএমপি, নয়াপল্টনেই অনড় বিএনপি
সরকার উৎখাতের 'এক দফা আন্দোলনের' অংশ হিসেবে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পাঠানো একটি চিঠিতে রিজভী জানান, নয়াপল্টনে সমাবেশ করার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। অন্য কোনো ভেন্যুতে সমাবেশ করা সম্ভব হবে না।
এর আগে, বিএনপিকে মহাসমাবেশের জন্য নয়াপল্টনের পরিবর্তে অন্য দুটি বিকল্প খুঁজতে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তার জবাবেই এ কথা জানান রিজভী।
পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন বরাবর লেখা ওই চিঠিতে বিএনপি আরও জানায়, ২৮ অক্টোবর নয়াপল্টনে তাদের সমাবেশ শুরু হবে বেলা ২টায়, শেষ হবে সন্ধ্যায় (মাগরিবের আজানের আগে)।
তারা আরও জানিয়েছে, এ সমাবেশে এক লাখ থেকে সোয়া এক লাখ লোকের সমাগম হতে পারে।
ডিএমপিকে পাঠানো চিঠিতে বিএনপি বলে, সমাবেশের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব ৫০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন।
এ সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নিবে না বলেও জানায় তারা।
পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত এ সমাবেশ বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দলটি।
'এক দফা আন্দোলনের' অংশ হিসেবে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি।
পরে এ সমাবেশে অংশগ্রহণকারীদের সংখ্যা, সমাবেশের সময় এবং অন্যান্য অনুষ্ঠানের বিবরণ জানতে চেয়ে বিএনপিকে একটি চিঠি পাঠায় ডিএমপি। মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিটি বিএনপি নেতা রিজভীর কাছেই পাঠানো হয় বলে জানান পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন।