মহাখালীর খাজা টাওয়ারে আগুন, অনেকেরই আটকা পড়ার শঙ্কা
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী এলাকার একটু বহুতল ভবন- খাজা টাওয়ারে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক টিবিএসকে বলেন, ১৪ তলা ওই ভবনের ১৩ তলা থেকে আগুনের সূত্রপাত।
মহাখালী থেকে গুলশানে যাওয়ার পথে আমতলিতে যাওয়ার পথে এ ভবনের অবস্থান।
তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি, ওই ভবনের ভেতর বেশকিছু মানুষ আটকা পড়েছেন। আমাদের ১১টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।'
রাফি জানান, বিকেল পৌনে পাঁচটার কিছু পরে আগুন লাগার খবর পায় দমকল। এরপর তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকেল ৫টা ৭ মিনিটে।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, আগুনের শিখা থেকে বাঁচতে দুর্গত ভবন- খাজা টাওয়ারের ছাদে অবস্থান নিতে দেখা গেছে বাসিন্দাদের অনেককে।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছেন সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা।