হরতাল সারাদেশে, নয়াপল্টনে পুলিশ, গণপরিবহনের অভাব রাস্তায়
আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে এ হরতালের ঘোষণা দেন। শান্তিপূর্ণ মহাসমাবেশে 'পুলিশের বাধার' প্রতিবাদে আজ হরতাল পালনের ঘোষণা দেন তিনি।
এদিকে, সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকাটিকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হরতালের কারণে রাজধানীর রস্তাঘাটে গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক দিনের চেয়ে অনেক কম দেখা যাচ্ছে। এতে অফিসসহ নানান কাজে বের হওয়া মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
যে গাড়িগুলো চলছে, সেগুলোতে ছিল যাত্রীদের অস্বাভাবিক চাপ। আর এ সুযোগে দ্বিগুণ-তিনগুণেরও বেশি ভাড়া হাঁকাচ্ছে সিএনজিচালিত অটোরিকশাগুলো।
এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা।
রোববার সকাল ৭টা ৪০ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত কল্যাণপুর বাস টার্মিনাল এলাকায় এমন চিত্র দেখা গেছে।
অনেকক্ষণ পর একটি বাস আসলে, সবাই হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন।
বাস টার্মিনালে বেসরকারি চাকরিজীবী সালেহ আলম বলেন, "গুলশান-১ এ যাবো, কিন্তু গাড়ি বাস পাচ্ছি না। অনেকক্ষণ পর একটি গাড়ি আসে, ভিড়ের জন্য ওঠা যাচ্ছে না।"
এদিকে, বিএনপির দেশব্যাপী হরতালের মধ্যেও গণপরিবহন চলবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
সকাল সাড়ে ৭টা ৪০ মিনিট থেকে ৮ টা ১৮ মিনিট পর্যন্ত বিআরটিসির কল্যাণপুর বাস ডিপো থেকে প্রায় ২০টি বাস ছাড়তে দেখা যায়।
প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে সকাল ৮টা ৪০ মিনিটে বাসে উঠতে সক্ষম হন বেসরকারি চাকরিজীবী অন্তরা খানম।
ঢাকার গেন্ডারিয়াতে অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় কল্যাণপুরে দাঁড়িয়ে থাকাকালীন অন্তরা টিবিএসকে বলেন, "বাস পাচ্ছি না, এদিকে অফিসে পৌঁছাবার সময় হয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনী পণ্যের দাম বেড়েছে, সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। সিএজিতে যাবো তেমন টাকা নেই। তাই বাসের জন্য আপেক্ষা করছি।"
হরতালের মধ্যে কল্যাণপুর এলাকায় দায়িত্ব পালন করছে পুলিশের একটি দল।
জানতে চাইলে দলটির নেতৃত্বে থাকা ইন্সপেক্টর আব্দুর রহমান টিবিএসকে বলেন, ভোর থেকে কল্যাণপুর এলাকায় কেউ কোনো মিছিল নিয়ে রাস্তায় নামেনি। এখানে সবকিছু স্বাভাবিক আছে।
এদিকে, বিমানবন্দর উত্তরা টঙ্গী হয়ে ঢাকা ময়মনসিংহ সড়কেও পড়েছে হরতালের প্রভাব। সকাল থেকে এই সড়কে কম সংখ্যক যানবাহন চলতে দেখা গেছে।
এরফলে টঙ্গী, উত্তরা এলাকা থেকে ঢাকার দিকে অফিসমুখী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ফাঁকা সড়কটিতে সিটি পরিবহনের যে কয়টা বাস চলছে সেগুলো তিল ধারণের ঠাঁই নেই। এর মধ্যেই কোনো বাস আসলে অপেক্ষমান যাত্রীরা তাতে উঠতে প্রাণান্ত চেষ্টা করছেন।
উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সকাল সাড়ে সাতটা থেকে বাসের জন্য অপেক্ষারত বেসরকারিজীবী আরিফুল ইসলাম জানান, সকাল ৯টায় অফিস ধরতে হলেও ঠিক সময়ে বাসে উঠতে পারেননি তিনি। পরে বাধ্য হয়ে ৯টা বেজে ২০ মিনিটে বাড্ডা যেতে ৪৫০ টাকায় সিএনজি ভাড়া করতে হয় তাকে।
এদিকে, গতকাল পরিবহন মালিকদের পক্ষ থেকে স্বাভাবিক নিয়মে বাস চালানোর ঘোষণা দেওয়া হলেও তারা এই প্রতিশ্রুতি রেখেছেন আংশিকভাবে। কোনো কোনো রুটে সিটি বাস নেমেছে এক চতুর্থাংশ; কোনো রুটে নেমেছে আরও কম।
টঙ্গী থেকে গুলিস্তান পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের (৩ নম্বর) কয়েকশ বাসের একটিও সড়কে দেখা যায়নি।
গাজীপুর থেকে আজিমপুর রুটের ভিআইপি পরিবহনের কিছু বাস চলছে। হাতে গোনা কিছু বাস চলছে গাজীপুর থেকে যাত্রাবাড়ী, চিটাগাং রোডে।
অনাবিল পরিবহনের বাস চালক আব্দুল হক বলেন, "মালিকদের রাস্তায় বাস নামানোর আগে অনেক হিসাব-নিকাশ করতে হয়। ভাঙচুর বা আগুনে একটি বাস নষ্ট হলে ক্ষতি পোষাণো অসম্ভব হয়ে পড়ে।"
আব্দুল্লাপুর ও টঙ্গী থেকে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কিশোগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে বাস চলে। কিন্তু আজ এই এলাকার প্রায় অর্ধশত বাস কাউন্টার বন্ধ দেখা গেছে।
রাস্তায় বিআরটিসির বাসগুলো নিয়মিত চলছে। জসিমউদদীন এভিনিউ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেইট পর্যন্ত সংস্থাটির বাস সেবাও চালু আছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হরতালে ঢাকায় বিএনপি, জামায়াত বা তাদের সমর্থকের কোনো মিছিল করতে দেখা যায়নি।
রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদেরও বিভিন্ন এলাকায় মহড়া দিতে দেখা গেছে।
টঙ্গী এলাকায় দায়িত্ব পালন করছে পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি দল। জানতে চাইলে দলটির নেতৃত্বে থাকা এসআই মাহবুব জানান, "সকাল থেকে টঙ্গী এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হয়নি। কেউ কোনো মিছিল নিয়ে রাস্তায় নামেনি।"