মিরপুরে পোশাক শ্রমিক, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে থেকে রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাক শ্রমিক, আওয়ামী লীগ কর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।
সকালে মিরপুরে রাস্তায় নেমে আসে ইপিলিয়ন গ্রুপের শতাধিক পোশাক শ্রমিক। বেতন বৃদ্ধির দাবিতে সকাল ১০টা থেকে পল্লবী মিরপুর সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে দুপুরের দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায় বলে দাবি তাদের। এরপরেই শুরু হয় সংঘর্ষ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান ফিরোজ বলেন, বেতন বৃদ্ধির দাবিতে সকালে পোশাক শ্রমিকরা রাস্তায় নামেন। তবে এসময় বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীরা র্যালি বের করলে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশের হস্তক্ষেপে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকরা এখনও রাস্তায় রয়েছেন। এদিকে, সমস্যা সমাধানে সেখানে পৌঁছেছেন ওই এলাকার সংসদ সদস্য।
পুলিশ কর্মকর্তারা জানান, পোশাক শ্রমিক, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ১৫টি বাস, ২টি মার্কেট, একটি ব্যাংকের শাখা ও ২টি পোশাক কারখানায় ভাঙচুর হয়েছে।
সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন পোশাক শ্রমিকরা।
তবে এমন দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।