নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা থেকে আটক ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানী ঢাকা থেকে ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এমরান হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।"
র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
৩১ অক্টোবর নারায়ণগঞ্জে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় আহত তিন পুলিশ সদস্য হলেন ইন্সপেক্টর হুমায়ুন কবির, অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল। নারায়ণগঞ্জের সিনিয়র অ্যাসিস্টেন্ট পুলিশ সুপার আবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৮টার দিকে একদল যুবক দুটি পিকআপ ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর করে। পরে তারা গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয়।
বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা এলাকায় মিছিল বের করে। পরে তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
তারা ওই এলাকার সামনে দিয়ে যাওয়া বিআরটিসি বাসসহ দুটি গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে।
বিএনপির মিছিলের সময়ই আওয়ামী লীগের একদল নেতাকর্মী অবরোধের বিরুদ্ধে মিছিল বের করলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।