বিএনপি মহাসচিবকে ইসির চিঠি; কার্যালয় তালাবদ্ধ পেয়ে ফেরত গেছেন বার্তাবাহক
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) চিঠি গ্রহণ করেনি বিএনপি।
আজ সকাল ১০টার দিকে ইসির প্রতিনিধি চিঠি নিয়ে এলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। অপেক্ষার পরও কেউ চিঠি গ্রহণ করতে না আসায় পরে ফেরত চলে যান ইসির সেই বার্তাবাহক।
একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির সেই বার্তাবাহক।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর, সেদিন রাত ১০টা থেকে তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রথমে কার্যালয়টি 'ক্রাইম সিন' টেপ দিয়ে ঘিরে রাখলেও তার দুইদিন পর টেপটি সরিয়ে নেয়া হয়। তবে এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
সকালে জানা যায়, নির্বাচন কমিশন অফিস থেকে বার্তা নিয়ে মহসিন নামে একজন প্রতিনিধি এসেছেন বিএনপির কার্যালয়ে। কার্যালয় তালাবদ্ধ পেয়ে এই বার্তাবাহক হোটেল ভিক্টোরিয়ায় অবস্থান করেন।
চিঠি গ্রহণের বিষয়ে তাৎক্ষণিক জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দ্য বিজনেস স্টাডার্ডকে বলেন, "বর্তমান ফ্যাসিস্ট সরকার ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। গ্রেফতার আতঙ্ক, জুজুর ভয়ে কেউ অফিসে যেতে পারছে না। অফিসের সহকারীরা যাচ্ছে না পুলিশ অবরোধ করে রাখার কারণে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে, অনেক নেতাই এখন জেল, না হয় গ্রেফতার আতঙ্ক নিয়ে বাড়ি ছাড়া।"
"তাহলে এই মুহূর্তে ইসির প্রতিনিধির মাধ্যমে পাঠানো চিঠিটি গ্রহণ করবে কে", এমন প্রশ্ন রাখেন বিএনপির এই মুখপাত্র।
এদিকে ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেন ইসির ওই কর্মকর্তা। পরে ইসি থেকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে ফোনে কথা বলা হলে, তারা সাফ জানিয়ে দেন- এই মুহুর্তে নির্বাচন কমিশনের কোনো চিঠি বা আমন্ত্রণ বিএনপি গ্রহণ করবে না।