মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিরপুরের যাতায়াতের জন্য ব্যবহৃত 'চৈতালী' বাসে আগুন দেওয়া হয়েছে। আজ (রবিবার) আনুমানিক বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এই ঘটনা ঘটে।
বাসটি মূলত দুপুর দেড়টার সময় শিক্ষার্থীদের নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে মিরপুর ১২ পর্যন্ত শিক্ষার্থীদের নামিয়ে বাসটি কল্যাণপুর বিআরটিসি ডিপোতে ফিরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থী না থাকা অবস্থায় বাসটিতে আগুন লাগায় কেউ হতাহত হয়নি। তবে বাসের একাধিক সিট পুড়ে গেছে।
ঘটনাটি সম্পর্কে ঐ বাসটির চালক হাওলাদার মোঃ নিজাম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগুন লাগার বিষয়টি আমি প্রথমে খেয়াল করতে পারিনি। বাইরে থাকা পথচারীরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে আমি বুঝতে পারি। তখন আমি তৎক্ষণাৎ বাস থামিয়ে দ্বিতীয় তলায় যাই এবং আগুন নেভানোর চেষ্টা করি। পরবর্তীতে আশেপাশে থাকা বাংলা কলেজের শিক্ষার্থী ও পথচারীদের সহায়তায় আগুন নেভাতে সমর্থ হই।"
তবে ঠিক কীভাবে আগুন লেগেছে কিংবা কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি বাসচালক নিজাম উদ্দিন।
অন্যদিকে ঘটনাটি সম্পর্কে চৈতালী বাসকমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বলেন, "শিক্ষার্থীরা নিজেদের স্টপেজে নেমে যাওয়ায় অল্পের জন্য সকলে রক্ষা পেয়েছে। কিন্ত এমনটা তো নাও হতে পারতো। আমরা শিক্ষার্থীরা এমতাবস্থায় নিরাপত্তাহীনতা বোধ করছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখবেন।"