‘অনিবার্য কারণে’ সাত কলেজের ১ম বর্ষের অনার্স পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রাফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০২৩ সনের প্রথম বর্ষ অনার্সের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ শীঘ্রই জানানো হবে। তবে অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে।