ঢাকায় মিরপুর ও বাংলামোটরে ৩ বাসে আগুন
ঢাকার মিরপুর ও বাংলামোটর এলাকার মোট তিনটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বিএনপি, জামাত ও সমমনা দলগুলোর চলমান ৪৮ ঘন্টার হরতালের মাঝে আজ (রবিবার) এই ঘটনা ঘটে৷
আজ সন্ধ্যা সন্ধ্যা ৬.৫৮ এর দিকে মিরপুর ১১ নম্বরে শিকড় পরিবহনের গাড়িতে আগুন দেওয়া হয়৷ ফায়ার সার্ভিসের তথ্যমতে, তাদের দুইটি দল ৭.০৪ মিনিটে যেয়ে আগুন নেভানো শুরু করে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিরপুরের যাতায়াতের জন্য ব্যবহৃত 'চৈতালী' বাসে আগুন দেওয়া হয়েছে। আনুমানিক বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এই ঘটনা ঘটে।
বাসটি মূলত দুপুর দেড়টার সময় শিক্ষার্থীদের নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে মিরপুর ১২ পর্যন্ত শিক্ষার্থীদের নামিয়ে বাসটি কল্যাণপুর বিআরটিসি ডিপোতে ফিরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থী না থাকা অবস্থায় বাসটিতে আগুন লাগায় কেউ হতাহত হয়নি। তবে বাসের একাধিক সিট পুড়ে গেছে।
ঘটনাটি সম্পর্কে ঐ বাসটির চালক হাওলাদার মোঃ নিজাম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগুন লাগার বিষয়টি আমি প্রথমে খেয়াল করতে পারনি। বাইরে থাকা পথচারীরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে আমি বুঝতে পারি। তখন আমি তৎক্ষণাৎ বাস থামিয়ে দ্বিতীয় তলায় যাই এবং আগুন নেভানোর চেষ্টা করি। পরবর্তীতে আশেপাশে থাকা বাংলা কলেজের শিক্ষার্থী ও পথচারীদের সহায়তায় আগুন নেভাতে সমর্থ হই।"
তবে ঠিক কীভাবে আগুন লেগেছে কিংবা কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি বাসচালক নিজাম উদ্দিন।
অন্যদিকে ৬.২৫ মিনিটে বাংলামটর এলাকায় এয়ারপোর্ট-বঙ্গবন্ধু পরিবহনে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তথমতে, তাদের প্রথম দলটি ৬.৩৭ মিনিটে ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ঘটনাটি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মুহাম্মাদ সালমান ফারসি বলেন, "এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বাসটি গুলিস্তান যাচ্ছিল।"