চট্টগ্রামে বাস, অটোরিকশায় আগুন
বিএনপির দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবারে (৬ নভেম্বর) চট্টগ্রামের পৃথক দুটি জায়গায় একটি বাস ও একটি সিএনজি-চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবারে ভোর ৪টার দিকে নগরীর আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে কেইপিজেডের শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরী চৌমুহনী বাজারের মসজিদের কাছে রাতভর পার্কিংয়ে রাখা ছিল বাসটি।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, "চাতরী চৌমুহনী বাজারে বাসে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।"
অপরদিকে, একইদিনে ভোর সাড়ে ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা ওই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
বিএনপি ও জামায়াতের দুই দফা অবরোধে চট্টগ্রামে মোট ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর আগে, রোববার রাতে বায়েজিদ-অক্সিজেন সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন পতেঙ্গা ধুমপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন দেওয়া হয়।
অন্যদিকে, সারাদেশে অবরোধসহ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দলের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয়ের ইনচার্জ ইদ্রিস আলী এ দাবি করেন।