গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি-জামায়াতের দুইদিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে আজ দুপুরে রাজধানীর গুলিস্তানে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।
বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে থাকা বাসটিতে সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় বাসে কিছু যাত্রী ছিলেন। আগুন ধরানো হলে তারা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান।
প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অবরোধের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযগের ঘটনা বাড়ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে মোট ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর আগে ২৯ অক্টোবর দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের পর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।
প্রথম দফার অবরোধ পালনের পর দুই দিন বিরতি দিয়ে ৫ নভেম্বর আবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এবার দলটির সঙ্গে অবরোধ পালন করছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন জোট ও দল।