রাজধানীর খিলক্ষেত এবং নারায়ণগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আকাশ পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে রাত পৌনে নয়টায় ঘটনাস্থলে পৌঁছায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তারা পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজে যুক্ত হয়। এ ছাড়া, রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিসি অফিসের পাশে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। সেখানে হাজিগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।
রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভারের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আকাশ পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে রাত পৌনে নয়টায় ঘটনাস্থলে পৌঁছায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তারা পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
এ ছাড়া, রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিসি অফিসের পাশে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। সেখানে হাজিগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।