শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে দমকল কর্মীরা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও স্বেচ্ছাসেবকরা।
সড়কে এখনও ফেরেনি ট্রাফিক পুলিশ। তারা অনুপস্থিত থাকায় এই দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যানজট নিরসনে ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এবার শিক্ষার্থীদের সাথে ফায়ার সার্ভিস কর্মীদেরও মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে তারা এ দায়িত্ব পালন শুরু করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনের নির্দেশে এর পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ট্রাফিক নিয়ন্ত্রণের সার্বিক প্রচেষ্টার তত্ত্বাবধান করছেন।
তাজুল ইসলাম বলেন, "সংকটের সময়ে জনগণের বন্ধুর মতো পাশে থাকে ফায়ার সার্ভিস। বর্তমানে ট্রাফিক ম্যানেজমেন্টে যে ঘাটতি তৈরি হয়েছে, আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা সেটি পূরণে এগিয়ে এসেছে।"
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশব্যাপী ৬২০ জন ফায়ার ফাইটার ও ২১৫ জন স্বেচ্ছাসেবক ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।