৪৮ ঘণ্টার অবরোধ: সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে আজ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও এর আশপাশের জেলায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
এর আগের অবরোধগুলোর মতো এবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করে আসছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দফায় দেশব্যাপী সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধ ডেকেছে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো।