বিকালে ইসি অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন
আজ (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ লক্ষ্য বুধবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে দলের নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে, গতকাল ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছিলেন, দেশের জনগণ 'সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণাকে' সমর্থন করবে না।
আজকের অনুষ্ঠিতব্য গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দালন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
এছাড়া কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে, নির্বাচনী প্রক্রিয়ার জন্য নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ছয়টি ইসলামী দল।
দলগুলো হলো– জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশে খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস।