পিটার হাস ও বিশ্বব্যাংক-আইএমএফ সংশ্লিষ্টদের বৈঠক: বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা
ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ প্রধানদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক।
তিনি বলেন, বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ আমাদের অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধিসহ আমাদের বৈঠক হয়েছে।
'আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি। বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ,' বলেন আব্দুলায়ে সেক।
এর আগে পিটার হাসের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন বিশ্বব্যাংক ও আইএমএফ সংশ্লিষ্টরা। বৈঠকে অন্যান্যের মধ্যে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে, বিশ্বব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেমন কোলিবালী ও সিনিয়র অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন উপস্থিত ছিলেন।