‘আমরা যাব কোথায়?’: দাবানল আতঙ্কে হলিউডের সড়কগুলোতে দিশেহারা মানুষ
যুক্তরাষ্ট্রের হলিউড এখন শুধু ঘন ধোঁয়ার চাদরে আচ্ছন্ন। সেখানে উঁচু পাম গাছগুলোর চিহ্ন আর দেখা যাচ্ছে না। খবর বিবিসি-এর।
আগুনের কাছাকাছি রাস্তাগুলোতেও বিরাজ করছে চরম বিশৃঙ্খলা। এমন ধোঁয়ার মধ্যে সবারই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানুষজন তাদের মুখ ঢাকতে নিজের সোয়েটশার্ট ব্যবহার করছে। অনেকেই ব্যাগ ও স্যুটকেস নিয়ে আশ্রয়ের খোঁজে ছুটছে।
কেউ কেউ ঘরের পায়জামা পরা অবস্থায়ই ঘর থেকে বেরিয়ে এসেছেন। তাদের দিকে তাকালে মনে হবে তারা এমন আকস্মিক ঘটনায় এখনও বিস্মিত হয়ে আছেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে সানসেটে আগুনের সূত্রপাত হয়। ওই দাবানলই পরবর্তীতে হলিউডের একটি বড় অংশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। স্থানীয় কর্তৃপক্ষ এলাকাবাসীদের সরে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হন। মধ্যরাত পর্যন্ত প্রায় ৬০ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এ দাবানল।
হলিউডের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখা যায়, অনেক মানুষ তাদের বাড়ি থেকে বের হয়ে আসছে। যে যতটুকু পেরেছে জিনিসপত্র বহন করার চেষ্টা করেছে বলে জানান প্রতিবেদক।
প্রতিবেদক আরও জানান, গাড়ি থামালে অনেকেই আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে তার সঙ্গে কথা বলেন।
প্রতিবেদক গাড়ি থেকে নামলেই আনা ওয়াল্ডম্যান নামে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, "আপনি কি আমাদের সাহায্য করতে এসেছেন? আমরা কোথায় যাব? এখন কোন জায়গাটা নিরাপদ?"
সেসময় সাইরেন বাজছিল এবং হেলিকপ্টার মাথার উপর দিয়ে দ্রুত বেগে উড়ে যাচ্ছিল বলে জানান প্রতিবেদক।
আনাকে পৌঁছে দেওয়ার সময় তিনি জানান, তিনি তার কুকুরদের নিয়ে হাঁটচ্ছিলেন এবং দোকানে যাওয়ার চিন্তা করছিলেন। ওই সময়ই তিনি ধোঁয়ার গন্ধ পান।
গন্ধ পেয়েই সঙ্গে সঙ্গে তিনি বাড়ি ফিরে যান এবং দেখেন, আগুন দ্রুত হলিউড হিলসের মধ্য দিয়ে তার এ ব্লকের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। তা দেখে তিনি যা পারলেন, তাই গুছিয়ে নিলেন। তিনি কিছু খাবার, কাপড়চোপড়, কম্বল আর তার তিনটি ছোট কুকুরের জন্য খাবার নিলেন।
ক্লান্ত স্বরে আনা ওয়াল্ডম্যান বলেন, "আমি এটা বিশ্বাসই করতে পারছি না।"
২৬ বছর বয়সী মাকায়লা জ্যাকসন রাস্তার কোণে তার দুই বছরের ছেলে রামারিকে কোলে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তারা একটি গৃহহীনদের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে ছিলেন। আশ্রয়কেন্দ্রটি দাবানলের ঝুঁকিতে থাকায় তাদের বেরিয়ে যেতে বলা হয়।
তিনি বলেন, "তারা শুধু আমাদের বেরিয়ে চলে যেতে বললো।"
তিনি জানান যে তারা হলিউড হাই স্কুলের দিকে যাচ্ছেন, যেখানে আরও সহায়তা দেওয়া হচ্ছে।
আগুনে ভস্মীভূত এলাকার নিকটবর্তী রাস্তাগুলো যেমন আইকনিক হলিউড বুলেভার্ড যেখানে হলিউড ওয়াক অব ফেম অবস্থিত সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কিছু মানুষ পালানোর জন্য উলটো দিক দিয়ে গাড়ি চালাচ্ছেন।
কাছাকাছি ফ্রিওয়েগুলো থেকে এই ভয়াবহ আগুন দেখা যাচ্ছে। অন্ধকারে এ দাবানল চারদিক উজ্জ্বল লাল আভায় আলোকিত করে রেখেছে।
তবে শহরের অপর প্রান্তে, যেন কিছুই ঘটেনি। সেখানে মানুষজন ডিনার খাচ্ছে, কেনাকাটা করছে এবং তাদের সন্ধ্যা স্বাভাবিকভাবেই কাটাচ্ছে।