হরতালের দ্বিতীয় দিনে সারাদেশে র্যাবের ৪২৫ ইউনিট, ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ সোমবার (২০ নভেম্বর) হরতালের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৫টি ইউনিট এবং ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক আ ন ম এমরান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র্যাবের ৪২৫টি ইউনিটের মধ্যে ১৪৫টি রাজধানীতে এবং বাকিগুলো সারাদেশের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে।
র্যাব ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন রয়েছে ২৮ প্লাটুন বিজিবি।
যাত্রী ও মালামালের নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে গন্তব্যে পৌঁছাতে এস্কোর্ট সুবিধা দিচ্ছে র্যাব।
এছাড়া, চলমান অবরোধ-হরতালের মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
গত ৩০ অক্টোবর থেকে এ পর্যন্ত কয়েকদফা দেশব্যাপী হরতাল-অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। রাজনৈতিক এসব কর্মসূচি চলাকালে সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের অসংখ্য ঘটনা ঘটে।