প্রথম দিনে ৫৫৭ ফরম বিক্রি জাতীয় পার্টির, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চেয়ারম্যান
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। আজ (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি সহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা উপস্থিত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া আনুষ্ঠানিকভাবে দলটির সিনিয়র নেতাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
সোমবার (২০ নভেম্বর) দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ফরম কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
আজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৫৫৭টি ফরম সংগ্রহ করেছেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতাকর্মীরা।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেন, 'জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছিলাম, আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ স্বতঃর্স্ফূতভাবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে। আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। এটি নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।'
তিনি বলেন, 'আমরা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি, নির্বাচনে যেন সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করুন। নির্বাচনে আমরা আস্থার পরিবেশ চাই। জাতীয় পার্টির সব পর্যায়ের নেতৃবৃন্দ পার্টি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি প্রয়োজন মনে করলে, সিনিয়র নেতাদের সঙ্গে আবারও আলোচনা করতে পারেন। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে, পার্টি চেয়ারম্যান শীঘ্রই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন জাতীয় পার্টি কোনো জোটের সাথে নেই। আমরা তিনশো আসনেই আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।'
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ফরম বিক্রি ও গ্রহণ করা হবে। আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।