রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, কুষ্টিয়ায় থানার সামনে বাসে আগুন
রাজশাহীতে পুলিশের গাড়িতে একটি ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে কুষ্টিয়াতে হাইওয়ে থানার সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আহতদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ সদস্য মোঃ জাহিদুল ইলাম ও শামীম হায়দারকে রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজারে মাছের আড়তের কাছে এয়ারপোর্ট থানার একদল টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এসময় বিকট আওয়াজে ককটেলটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী সামনের ফাঁকা বাগানের দিকে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। আহত কনস্টেবলদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে রাজশাহীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর শাহমখদুম থানার সিটি হাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে।
শাহমখদুম থানার (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতে সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় সাথে সাথে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা লোকজন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের আটকের জন্য অভিযান চলছে।
এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর হাইওয়ে থানার সামনে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে হানিফ পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেছে।
প্রত্যক্ষদর্শী এক ট্রাক ড্রাইভার বলেন, "হাইওয়ে থানার রাস্তার পাশে নষ্ট হয়ে যাওয়া থেমে থাকা বাসের দিকে তাকিয়ে দেখি বাসের ভিতরে-সামনে আগুন জ্বলছে, আমি সাথে সাথে আমার হেল্পারকে হাইওয়ে থানায় খবর দিতে বলি।"
ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌরহাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে থানার সামনে মহাসড়কের উপরে রাখে। থেমে থাকা ওই বাসে বুধবার রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, "বাসে আগুন লেগেছে, কিন্তু এটা নাশকতা না অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে থানার সামনে তাই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।"