বগুড়ায় পেট্রোল বোমায় পুড়ল চালকের শরীর
বগুড়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে এক ট্রাকচালকের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকের সামনের অংশও।
আহত চালক আরিফুল ইসলাম বর্তমানে বগুড়ায় একটি বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার রাত ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের রহবল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বগুড়া থেকে ট্রাকটি রংপুরের শঠিবাড়ি যাচ্ছিল গরু আনার জন্য। বুধবার রাত ১টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের রহবল এলাকায় পৌঁছালে একজন যুবক ট্রাকের সামনে এসে দাঁড়ান। আর দুজন চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেন।
একটি পেট্রল বোমা ট্রাকের সামনে আঘাত করে। অপরটি ট্রাকের ভেতর ঢুকে গেলে চালকের শরীর ও গাড়ির কিছু অংশ পুড়ে যায়।
ট্রাকচালক আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, 'আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে আগুন লেগে যায়। আমার দুই হাত, মুখমণ্ডল পুড়ে যায়। উপায় না পেয়ে আমি জানালা দিয়ে লাফ দিই। এক পর্যায়ে রাস্তার পাশের ডোবার পানি দিয়ে শরীরের আগুন নেভাই।'
টিএমএসএস হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাশফিক বলেন, 'রোগীর শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে এবং কিছু জায়গায় ক্ষত রয়েছে।'
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, 'দুর্বৃত্তদের কাচের বোতলে তৈরি পেট্রোল বোমার আগুনে ট্রাকচালকের দুই হাত, ও মুখ পুড়ে গেছে। আগুনের এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।'