পিটার হাসকে ‘হত্যার হুমকি’, ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির অভিযোগে আওয়ামী লীগের আট নেতার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির এক নেতা। আজ বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে তিনি এ আবেদন করেন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা হলেন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহছান, ফরহাদ, নাসির ও সাইফুল।
আবেদনকারী বিএনপি নেতা হলেন এমএ হাসেম রাজু। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। মামলার আবেদনে তাকে মানবাধিকার কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালত আবেদনটি মুলতবি রেখেছেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মো. ইরফান উদ্দিন বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করার জন্য এমএ হাসেম রাজু আদালতের কাছে আবেদন করেছেন।
মামলার বাদী জানান, গত ৬ নভেম্বর দুপুরে মুজিবুল হক চৌধুরী ও ফরিদুল আলম চট্টগ্রামের বাঁশখালীতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় পিটার হাসকে হত্যার হুমকি দেন।
এর আগে গত ১৫ নভেম্বর মামলা দায়েরের জন্য প্রাথমিকভাবে আবেদন করা হলেও, সিএমএম আদালত তা খারিজ করে দেন।