ঢাকা থেকে কলকাতায় পৌঁছাল পর্যটকবাহী প্রথম বেসরকারি জাহাজ
বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের আওতায় প্রথম পর্যটকবাহী বেসরকারি জাহাজ যাত্রী পরিবহন শুরু করেছে। নৌ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের পাগলায় অবস্থিত ভিআইপি জেটি থেকে এমভি রাজারহাট-সি গত বুধবার ৮৯ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।
গতকাল টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে যাত্রা শুরুর দুই দিন পর গত শুক্রবার জাহাজটি খিদিরপুর ডকে কলকাতার ইনডেনচার মেমোরিয়াল জেটিতে পৌঁছেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়ে বলেন, "এমভি রাজারহাট-সি বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী প্রথম বেসরকারি জাহাজ। এর আগে সরকারি পর্যায়ে একটি জাহাজ গিয়েছিলো।"
তিনি বলেন, "ভারত-বাংলাদেশের মধ্যে নৌ প্রটোকল চুক্তির আওতায় এ জাহাজটি চলাচল করবে। একইভাবে ভারত থেকেও জাহাজ আসবে। ওই চুক্তির আওতায় আমরা অবকাঠামোগত উন্নয়ন করছি। এটি সফল হলে বেসরকারি খাতে পর্যটকবাহী জাহাজ চলাচল বাড়বে। আমরা যাত্রীদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করার বিষয় নিয়েও আলাপ করছি।"
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ থেকে আরেকটি জাহাজ ভারতের উদ্দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পর্যটকের কথা বিবেচনা করে এ কার্যক্রম শুরু করেছে উভয় দেশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, "সুন্দরবনের ভারতীয় অংশ, হেমনগরে প্রবেশের পর ৩০০ যাত্রী বহনে সক্ষম এমভি রাজারহাট-সি নামখানা এবং ডায়মন্ড হারবার হয়ে সুন্দরবনের নদী ও উপকূলীয় রুট গ্রহণ করে।"
বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগ থাকলেও বেসরকারি পর্যায়ে নৌ যাতায়াত ছিল না, যা এখন শুরু হলো।
এর আগে ২০১৯ সালে সরকারি পর্যায়ে একটি জাহাজ কলকাতায় গেলেও সেটি পরে আর চলেনি।
অবশ্য বেসরকারি খাতে এটিকে যাত্রীদের কাছে আকর্ষণীয় করতে সরকারের পক্ষ থেকে চেষ্টা রয়েছে বলে জানা গেছে।