আধা ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে দুই বাসে দুর্বৃত্তের আগুন, দগ্ধ ১
চট্টগ্রামের আকবরশাহ ও খুলশী থানা এলাকায় রোববার রাতে দু'টি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে একটি বাসের চালকের সহকারী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আকবর শাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
অপরদিকে রাত ১০টার দিকে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা হাতে খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় রিল্যাক্স পরিবহনের একটি বাসের চালকের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে এবং বাসটিতে আগুন লাগিয়ে দেয় তারা। আগুন নেভাতে গিয়ে নাজিম উদ্দিন নামের বাসটির হেলপারের বাম হাত পুড়ে যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, 'দুবৃর্ত্তরা রিল্যাক্স পরিবহনের একটি গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে আগুন ধরিয়ে দেয়। বাসের আগুন নেভাতে গিয়ে ওই গাড়ির হেলপার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।'