লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়ন বাতিল
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকেও ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারার মহাসচিব ও বর্তমান সাংসদ আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ ডিসেম্বর) নোয়াখালী-৪ আসন থেকে তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন বাছাই কার্যক্রম সভায় রিটার্নিং কর্মকর্তা জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি তিন কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে সোমবার (৩ ডিসেম্বর) একই অভিযোগে নোয়াখালী-৪ আসনেরও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।