দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ আসনে আ.লীগের প্রার্থী শাম্মীর মনোনয়নপত্র বাতিল
দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে বর্তমান বৈধ ঘোষণা করা হয়েছে সংসদ সদস্য পংকজ নাথের মনোনয়নপত্র।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মীর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের নাগরিকত্ব রয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে শাম্মীর প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন বরিশাল জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী একজন নির্বাচনী প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ধারণ করতে পারবেন না। তাই শাম্মীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া জাতীয় নির্বাচনে আরও ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল-৪ আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।